চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

আমার বাংলা টিভি ডেস্ক : চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) এর কার্যকরী কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিডিএলএ’র সভাপতি এডভোকেট এস এম সিরাজদৌল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট আরিফুর জামান আরিফ।

বক্তারা বলেন, চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাভিত্তিক সংগঠন। এই সংগঠন সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। সিনিয়র আইনজীবীদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় জুনিয়র আইনজীবীরা প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করে থাকেন। যার মূল উদ্দেশ্য হলো দেশে সঠিকভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিডিএলএ’র প্রধান উপদেষ্টা ও সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কপিল উদ্দিন চৌধুরী, উপদেষ্টা ও প্রধান নির্বাচনী কর্মকর্তা এডভোকেট এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক সাধারণ সম্পাদক চন্দন কান্তি পালিতসহ আরো অনেকে।

বক্তারা আরো বলেন, আইনের চর্চা কেবল আদালতের ভেতরেই সীমাবদ্ধ নয়, এটি সমাজে ন্যায়, নীতি ও মানবিকতার আলো ছড়িয়ে দিতে হবে। সিডিএলএ’র এই যাত্রা আইন পেশাকে আরও শক্তিশালী করবে।

এছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন, সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়। www.amarbangla.tv