কসমোপলিটানে শিশু গৃহকর্মীর ওপর নির্যাতনের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরীর কসমোপলিটান আবাসিক এলাকায় ৬ বছরের এক শিশু গৃহকর্মীর ওপর নিয়মিত নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতন সহ্য করতে না পেরে মেয়েটি বৃহস্পতিবার সকালে সুযোগ বুঝে ১০ নম্বর রোডের একটি বাসা থেকে পালিয়ে ১২ নম্বর রোডে কান্নারত অবস্থায় স্থানীয়দের চোখে পড়ে।

স্থানীয়রা জানায়, শিশুটিকে তারা কান্নারত অবস্থায় দেখতে পেয়ে ঘটনাটি জানতে চাইলে মেয়েটি জানায়, দীর্ঘদিন ধরে গৃহপরিচারিকা মুস্তাকিম নামে এক ব্যক্তি তার ওপর নির্যাতন চালিয়ে আসছে। পরে স্থানীয়রা শিশুটিকে ওই গৃহপরিচারিকার কাছে নিয়ে গিয়ে ঘটনার কারণ জানতে চাইলে তিনি সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করেন।

পরবর্তীতে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে শিশুটি ও গৃহপরিচারিকাকে পাচলাইশ থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, গৃহপরিচারিকা প্রভাবশালী হওয়ায় শিশুটির নিরাপত্তা বর্তমানে হুমকির মুখে রয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। www.amarbangla.tv