আমার বাংলা টিভি ডেস্ক : রাংগুনিয়ার মানুষ এমন নেতৃত্ব চায়, যে নেতৃত্ব হিংসা-প্রতিহিংসা পরিহার করে সকল শ্রেণী-পেশার মানুষের আস্থা অর্জন করবে এ কথা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাংগুনিয়াকে সাম্য, মানবিক ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে সাম্য, মানবিকতা ও সম্প্রীতির ধারা অব্যাহত রেখেছেন। সেই ধারাবাহিকতায় রাংগুনিয়ার মানুষও ঐক্যবদ্ধ হয়ে মানবিক ও সম্প্রীতির রাংগুনিয়া গড়তে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, রাংগুনিয়ার জনগণ এমন নেতৃত্ব প্রত্যাশা করে, যে নেতৃত্ব বিভাজন, প্রতিহিংসা ও সহিংসতা থেকে মুক্ত থেকে সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় নিয়োজিত থাকবে।
অতীতের মতো ভবিষ্যতেও দলের পাশে থাকার অঙ্গীকার
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। তিনি বলেন, “যারা দলের ক্রান্তিলগ্নে দেশ ও দলের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন তারাই দলের প্রকৃত সম্পদ। অতীতের মতো ভবিষ্যতেও রাংগুনিয়ার নেতাকর্মীরা সুখে-দুঃখে একসাথে থাকবে।”
তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে বিএনপির আন্দোলন-সংগ্রামে কাজ করার আহ্বান জানান।
সভাপতিত্ব ও সঞ্চালনায় পৌরসভা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন এস এ মুরাদ চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন পৌরসভা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মহসিন ও দক্ষিণ রাংগুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল।
এতে বক্তব্য রাখেন রাংগুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা একমত হন যে—তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে এবং রাংগুনিয়ায় প্রকৃত পরিবর্তন আসবে, আর সেই পরিবর্তনের লক্ষ্য হলো একটি সাম্যভিত্তিক, মানবিক ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করা। www.amarbangla.tv