কাপ্তাইয়ে ০৮ মাসে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কাপ্তাইয়ে ০৮ মাসে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

 

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি): রাঙ্গামাটি কাপ্তাইয়ে ০৮ মাসে সাজাপ্রাপ্ত আসামি অংসুইপ্রু মারমা (৪১) রবিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার কাপ্তাই থানা পুলিশ কর্মকর্তা নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ১৯৯৯ সালের বন মামলার ০৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে দূর্গম রাম পাহার হইতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাপ্তাই শীল ছড়ি গ্রামের ছালাপ্রু মারমা ছেলে অংসুইপ্রু মারমা বিরুদ্ধে ১৯৯৯ সালের বন মামলার ০৮ মাসের সাজাপ্রাপ্ত হয়। মামলার সাজাপ্রাপ্ত হওয়ার পরে ও মামলায় তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। তার অনুপস্থিতে রাঙ্গামাটি আদালতের বিচারক তাকে ০৮ মাসের সাজা দেন।

রবিবার সকালে কাপ্তাই থানা পুলিশ সঙ্গীয় ফোর্স সহ কাপ্তাই শীলছড়ি দুর্গম রাম পাহার থেকে তাকে গ্রেফতার করে। রবিবার বন মামলার ০৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে রাঙ্গামাটি জেল হাজতে পাঠানো হয়েছে।