নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে চসিক বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী পরিবেশ ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। সোমবার সকালে মহানগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন বলেন, গত এক সপ্তাহে ১০টি মামলায় এক হাজার জনকে আাসামী করা হয়েছে। এর মধ্যে ৪০জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নির্বাচনী এজেন্ট নারী-শিশুও রয়েছে অভিযোগ করেন তিনি। এ পর্যন্ত রিটার্নিং অফিসারের নিকট ৪০টি অভিযোগ দেয়া হলেও তার কোন সুরাহা হয়নি বলেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। এসব বিষয় নিয়ে তিনি আজ সকালে আবার রিটানিং অফিসারের নিকট লিখিতভাবে অভিযোগ করেন।
এদিকে, রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেছেন, তাদের কাছে অভিযোগ পাল্টা অভিযোগ এসছে। অভিযোগ যাচাই-বাছাই করে দেখা হবে কোন নিরীহ লোক যেন বিচারের সনম্মুখীন না হন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সহ নেতৃবৃন্দরা প্রমুখ।