আমার বাংলা টিভি ডেস্ক: আপসহীনতার রাজনীতির অনন্য নজির রেখে অবশেষে পরপারে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং এক আনুষ্ঠানিক বার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে। এতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস উইং জানায়, মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম, নিকটাত্মীয়রা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
প্রেস উইং আরও জানায়, বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি ও পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তিনি দীর্ঘদিন ধরেই জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন।
সংক্ষিপ্ত পরিচিতি
বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদার। শৈশবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন।
১৯৬০ সালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সামাজিক ও কূটনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। www.amarbangla.tv
