আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর লালখান বাজার এলাকায় এ দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করে চট্টগ্রাম মহানগর মহিলা দল।
দোয়া মাহফিলে আল্লাহর দরবারে আপসহীন এই নেত্রীকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান ও তাঁর রুহের শান্তি কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সহ-সভাপতি রেজিয়া সুলতানা মুন্নি, যুগ্ম সম্পাদিকা শামসুন্নাহার, সহ-যুগ্ম সম্পাদিকা রোকসানা মাধু, সাংগঠনিক সম্পাদিকা হাবিবা সুলতানা, নাসিমা আলম, আলতাজ বেগম, সুলতানা বেম, রিণা বেগমসহ সংগঠনের সিনিয়র ও জুনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আপসহীন এক সংগ্রামী নেত্রী। তাঁর স্মৃতি ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। www.amarbangla.tv
