আমার বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন যুবদল নেতা মোঃ আবদুল হাকিম মুনসুর।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এ.কে.এম. ফজলুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আল হাসান সোনামানিক, কোতোয়ালী থানা যুবদল নেতা ওমর ফারুক, আবদুল আল কাইয়ুম সুমন, আবদুল আল ফরহাদ জ্যাকী, এস.এম. নাসিম, আল আমিন, জাহাঙ্গীর, ফয়সাল, সুজন, মোঃ ফারুক, টুটুল ঘোষ, রাশেদ, মোঃ কামাল, রাকিবসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখছে। সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে।
