৩৫নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি উদ্যোগে ৩১ দফা কর্মসূচি বিষয়ক কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
আমার বাংলা টিভি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামত” কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে ৩১ দফা কর্মসূচি বিষয়ক কর্মশালা ও প্রতিনিধি সভা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর শাহ আমানত নতুন ব্রীজ এলাকায় একটি কনভেনশন হলে এই কর্মশালাও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা ও প্রতিধিনি সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, প্রধান বক্তা হারুন জামান ভাই, সভাপতিত্ব করেন এস এম মফিজ উল্লাহ, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু পরিচালনায় করেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক (প্রচারের দায়িত্ব প্রাপ্ত) শিহাব উদ্দিন মুবিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব রানা, আলহাজ্ব ইসমাইল বালি, সাবেক সহ সাধারণ আলহাজ্ব বেলাল হোসেন বেলাল, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব নুরুল আকতার সওদাগর, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, নগর বিএনপির সাবেক সফল সহ সাংগঠনিক সম্পাদক এ কে এম পেয়ারু থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, বিএনপি নেতা আলহাজ্ব জসিম উদ্দিন মিন্টু, আলহাজ্ব ফরিদ উদ্দিন, দিদারুল ইসলাম দিদার, নুরুল আলম মন্জু, শাহাজাহান সর্দার, আবুল কালাম, আবদুর কাদের, আলহাজ্ব আবদুল সত্তর, আলহাজ্ব নাসির উদ্দিন রফিকুল আলম, রফিকুল ইসলাম, ডাক্তার হারুন, নবী হোসেন, একরামুল হক খোকন, মৌলানা মজিবুর রহমান, শমশের আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, বাংলাদেশ এখন ষড়যন্ত্রের জালের মধ্যে আটকে গেছে। সেই জাল ছিঁড়ে ফেলতে হলে জনগণের সরকার দরকার। সেই সরকার প্রতিষ্ঠা করতে হলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এটিই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। কারণ গত সাত মাসে বাংলাদেশ যেভাবে চলেছে, ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। আবার কেউ দল গঠন করতে চায়। তবে যে কেউ দল গঠন করতে পারে, নির্বাচন করতে পারে। আমাদের আপত্তি নাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আনুকল্য নিয়ে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় তাহলে জনগন ঘরে বসে থাকবেনা।
তিনি আরো বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। এদেশের জনগন দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগনকে তাদের ভোটাধিকার ফেরত দিন, রাষ্ট্রের মালিনা বুঝিয়ে দিন। জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংস্কার করবে। www.amarbangla.tvশেয়ার