আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিসিজেএ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি শফিকুল ইসলাম রাহী। 

আমার বাংলা টিভি ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদস্যের সন্তানদের রচনা ও সুন্দর হাতের-লেখা এবং চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি ও এনুমিয়া আয়শা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী ও বিশেষ অতিথি বনজৌর রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, প্রতিযোগিতার বিচারক এস এম আজিজুল কদির, প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক এবং টিসিজেএ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ।

এসময় টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ রহমান, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম, রবিউল হোসেন টিপু ও নুর হাসিব ইফরাজ।