৩১ দফা কেবল দলের একক পরিকল্পনা নয় আবুল হাশেম বক্কর

 

২২ নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বিএনপির ৩১ দফা কেবল দলের একক পরিকল্পনা নয়, এটি জোটবদ্ধ রাজনৈতিক শক্তির সম্মিলিত প্রচেষ্টা। জনগণের স্বার্থে এই কর্মসূচিকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। আগামী জাতীয় নির্বাচনের আগেই এই কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। জনগণের আস্থা ও সম্পৃক্ততা ছাড়া কোনো দল সফল হতে পারে না। বিএনপি মানুষের অধিকার রক্ষায় কাজ করে, তাই চাঁদাবাজ ও লুটপাটকারীদের বিএনপিতে কোনো স্থান নেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামত” কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা ও প্রতিনিধি সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ২২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর এনায়েত বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ২২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী আব্বাস খান এবং সঞ্চালনা করেন আলমগীর আলী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, আহ্বায়ক কমিটির সদস্য এম এ হান্নান এবং কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন।

কর্মশালায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কৌশল, সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে, যাতে জনগণের ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। তাঁরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। www.amarbangla.tv শেয়ার