সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি দাবিতে পত্নীতলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
আমার বাংলা টিভি ডেস্ক / মনিরুজ্জামান মুন্না, নওগাঁঃ প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তাকে হেনস্তাকারীদের দ্রুত শাস্তি, মামলা প্রত্যাহার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (২১ মে)সকাল ১১টায় নওগাঁর পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড নৌকা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানায় সাংবাদিক নেতারা।
নজিপুর প্রেসক্লাবের আয়োজনে , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক র্নিযাতন প্রতিরোধ কমিটি’র অংশগ্রহনে নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার সিনিযর সাংবাদিক প্রেসক্লাব সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা রায়হান চৌধুরী, মানবাধিকার কর্মী রুবাইত হাসান, অদম্য নজিপুর সংগঠনের রাইসুল ইসলাম প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক টিপুসুলতান, মনিরুজ্জামান মুন্না, মিলন চৌধুরী , রবিউল ইসলাম সবুজ , রাজু আহমেদ, রাব্বী হোসাইন, মিল্টন ,নয়ন কুমার র্বমন সহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।