আমার বাংলা টিভি ডেস্ক / রিপন মারমাঃ বিশ্বাস রাখুন পাশে থাকুন, মানবিক বাজার প্রচারে নই প্রসারে বিশ্বাসী, লোক দেখানো কাজ নয় মানুষের মনে মানবিকতা জাগানোই এই শ্লোগানকে সামনে রেখে দিন রাত কাজ করে যাচ্ছে মানবতার দেয়ালও পণ্য সেবা নিয়ে মানুষের জন্য বিনামূল্যের মানবিক বাজার।
সাধারণ মানুষের অমলিন হাসিই গত বছরের মার্চ মাসে বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস হানা দিয়েছিল বাংলাদেশ ও বাদ যাইনি তার থাবা থেকে । মহামারী মোকাবেলা সহজ কাজ নয় রাত যত গভীর হবে প্রভাত তত কাছে আসে । সেই করোনাকালীন কঠিন কাজটি নিজের মাথায় নিয়ে অসহায় গরীব খেটে খাওয়া মেহনতী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এমনই এক মানবিক ও দরদী মানুষ এরশাদ সিদ্দিকী ।
চট্টগ্রামের হাটহাজারী থানার শিকারপুর – বুড়িশ্চর গ্রাম ও আশপাশের এলাকায় বিশ্বাস রাখুন পাশে থাকুন এ শ্লোগানে শুরু হয় মানবতার দেয়াল মানবিক বাজার এর মানবিক কাজ । এই মানবিক বাজার থেকে সাধারণ মানুষ সম্পুর্ন বিনামূল্যে চাল, ডাল,আলু,পিয়াজ,ফুলকপি, বাঁধাকপি, লাউ,মিস্টি কুমড়া, মুলা, শসা, বেগুন, টমেটো, ধনেপাতা, কাচা মরিচ প্রতিটি পণ্য যার যা প্রয়োজন নিতে পারছে ইচ্ছে মতো সেভাবে দিয়ে যাচ্ছে এরশাদ সিদ্দিকি।
এরশাদ সিদ্দিকি কাজ থেকে জানতে চাইলে তিনি বলেন,পবিত্র শবেবরাত উপলক্ষে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মুরগী, চাল, আলু, পিয়াজ, চিড়া, সেমাই, টমেটো, কাঁচামরিচ দিয়ে পণ্য সেবা দিয়ে সহযোগিতা করেছি ।
তিনি আরোও বলেন,আগে মানবতার দেয়াল বলতে পুরনো এক পিছ কাপড় দান করাকে বুঝাতো।
সে অচলায়তন ভেঙে মানবিক বাজার এর নিত্য পণ্যের এই উদ্যোগকে অভিনব ও সাহসী বলে এবং সাধারণ মানুষ উপকৃত হচ্ছে তাই দিনকে দিন মানুষের মনে সাড়া ফেলেছে উদ্যোক্তা এরশাদ সিদ্দিকীর মানবিক বাজার ।
সেসময় এরশাদ সিদ্দিককে সহযোগিতা করেন সদস্য নাছির ফারুকী, রাহুল রাশেদ, আবুল কালাম, ফয়সাল। উপদেষ্টা হিসেবে আছেন জনাব সেলিম জাহাঙ্গীর চৌধুরী, সাইফু আজিজ, ইদ্রিছ চৌধুরী ।
এরশাদ সিদ্দিকি আরোও জানান,আমাদের দাতারাই আমাদের নেতা আমাদের প্রানঃ তাদের আস্থা বিশ্বাস ভালবাসা ও মানবতা আমরা সেবক হয়ে পৌঁছে দিচ্ছি সাধারণ মানুষের মাঝে । এই পবিত্র রমজান মাসেই আমরা চাউল, ছোলা, চিড়া, চিনি, আলু, পিয়াজ, ময়দা, সেমাই, লাচ্ছা সেমাই, লবন সহকারে ৭ থেকে ১০ কেজির প্রতিটি ব্যাগে এরকম ৫০০ পরিবারকে( অসম্প্রদায়ের
বাংলাদেশের)বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রীষ্টান জেলে মানুষদেরকে সহ পণ্য সেবা দিয়ে সহযোগিতা করেছে বলে মন্তব্য করেন।
তিনি আরোও জানান,মানবিকতার পাশে মানবিক বাজার আমরা হৃদয় নিংড়ানো কাজ করি লোক দেখানো নয় । প্রতিবন্ধীরা সমাজের অবহেলা অনাদরে থাকে কারো ভালবাসা পাইনা । চাঁন্দগাও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৫০ জন অটিজম ছেলেমেয়েদের ঈদের নতুন জামাকাপড় ও পণ্য সেবা দিয়ে সহযোগিতা করেছি বলে মন্তব্য করেন। সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপ কমিটির প্রভাবশালী সদস্য রাশেদুল ইসলাম রাশেদ,
অন্যন্য স্থানীয় ব্যাক্তিবর্গ