সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা ইমুর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

নিহত ছাত্রলীগ নেতা ইব্রাহীম ইরফান ইমুর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

আমার বাংলা টিভি ডেস্কঃ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১৬নং চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইব্রাহীম ইরফান ইমুর (২৮) স্মরণে আলোচনা সভা ও মাগফেরাত কামনায় দোয়া -মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরী মিসকিন শাহ (র:) মাজার প্রাঙ্গনে চকবাজার থানা মুক্তিযোদ্ধা পরিবারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু।

উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও সমাজ সেবক জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের সহ সম্পাদক হারুন উর রশিদ, মোহাম্মদ আরিফ উদ্দিন, উত্তম কুমার বড়ুয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু বলেন ইব্রাহীম ইরফান ইমু ছিলেন দলের জন্য নিবেদিত একজন কর্মী তার অকাল মৃত্যু কিছুতেই মানার নয় তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত হয়েছি।

গত ১৮ জানুয়ারী নগরীর টাইগারপাস এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১৬নং চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইব্রাহীম ইরফান ইমু নিহত হয়। নিহত ইমু জয়নগর এলাকার আব্দুল মজিদের কনিষ্ট সন্তান।