রাঙ্গামাটিতে ২য় বারের মতো পৌর মেয়র নির্বাচিত হলেন যুবলীগ নেতা আকবর

 

আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা (রাঙ্গামাটি): রাঙামাটিতে ২য় বারের মতো পৌর মেয়র নির্বাচিত হলেন যুবলীগ নেতা আকবর। টানা দ্বিতীয়বারের মতো রাঙামাটি পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী যুবলীগ নেতা আকবর হোসেন চৌধুরীকে রাঙামাটি পৌরসভায় মেয়র পদে বিজয়ী করায় রাঙামাটি পৌরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসের দিনে রাঙামাটিবাসী সর্বোচ্চ ২২ হাজার ৮০১ ভোট প্রদান করে দ্বিতীয়বারের পর্যটন শহরের মেয়র নির্বাচিত করেছে।

রোববার (১৪ ফেব্রুয়ারী)রাতে রাঙামাটি পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোঃ শফিকুর রহমান সর্বোচ্চ ভোট পাওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আকবর হোসেন চৌধুরীতে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেন।

সর্বমোট ৩১টি কেন্দ্রে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২২ হাজার ৮০১। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী এডভোকেট মামুনুর রশিদ মামুন পেয়েছেন ৬ হাজার ৯৩৫ভোট।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) অমর কুমার দে মোবাইল প্রতীক নিয়ে ১৯৪৩ ভোট, জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রজেশ চাকমা নাঙ্গল প্রতীক নিয়ে ১৬৯২ ভোট এবং বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির মেয়র প্রার্থী আব্দুল মান্নান (রানা) কোঁদাল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২৬০ ভোট।

রাত সাড়ে ১০টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পৌর কাউন্সিলরদের ভোটের হিসেব প্রকাশ করা হয়নি। তরে বেসরকারিভাবে সংশ্লিষ্ট্য সূত্র জানিয়েছে সাধারণ কাউন্সিলার পদে ১নং ওয়ার্ডে মোঃ হেলাল উদ্দিন (উটপাখী), ২নং ওয়ার্ডে করিম আকবর (টেবিল ল্যাম্প), ৩নং ওয়ার্ডে পুলক দে (ব্ল্যাক বোর্ড), ৪নং ওয়ার্ডে মোঃ নুরুন্নবী (গাজর), ৫নং ওয়ার্ডে বাচিং মারমা (পানির বোতল), ৬নং ওয়ার্ডে রবি মোহন চাকমা (উটপাখী), ৭নং ওয়ার্ডে মোঃ জামাল উদ্দিন (গাজর), ৮নং ওয়ার্ডে কালায়ন চাকমা (টেবিল ল্যাম্প) ও ৯নং ওয়ার্ডে সন্তোষ চাকমা (টেবিল ল্যাম্প) নির্বাচিত। সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলে ১,২, ৩নং ওয়ার্ডে জোসনা বেগম (অটোরিক্সা), ৪,৫,৬ নং ওয়ার্ডে অন্তরা সেন ও ৭,৮, ৯নং ওয়ার্ডে জুবাইতুন নাহার (আনারস) নির্বাচিত হয়েছেন।

এদিকে সাংসদ সদস্য দীপংকর তালুকদার আরোও জানান,প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানিয়ে তিনি স্বাধীনতার স্বপক্ষের বিজয় ধরে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটি পৌরসভায় যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় অত্রএলাকার বাসিন্দাগণ মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান রেখে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয় যুক্ত করেছে। রাঙামাটি পৌরবাসীর পৌর সেবা নিশ্চিত করতে নির্বাচিত পৌর মেয়র আরো বেশী মনোযোগী হয়ে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।