বিশুদ্ধ পানি ও নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করা হবে : নরুল কবির

আসন্ন চন্দনাইশ পৌরসভা নির্বাচন ৫নং ওয়ার্ডের জনগণের মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ নরুল কবির ।

আমার বাংলা টিভি ডেস্কঃ যতরকুল- আলীর বাপরে বাড়ী, কমিশনার বাড়ি, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, ও দক্ষিণ হারলা গণসংযোগ পরবর্তী পথ সভায় ৫ নং ওয়ার্ড জনগণের মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ নরুল কবির বলেন বিশুদ্ধ পানি ও নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করা হবে।

কবির আরও বলেন পরিষ্কার-পরিছিন্ন ও মাদক-সন্ত্রাস মুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গিকার করেন।

তিনি আরও বলেন আগামী ১৪ ফেব্রুয়ারী তারিখ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে উট পাখি মার্কায় ভোটারদের ভোট প্রদান করার আহবান জানান।

উক্ত পথেসভায় উপস্থিত ছিলেন, সাবেক কমিশনবার মো.আবু তৌয়ব ও মো.ইদ্রিস এতে এলাকার মুরব্বিরা ও গন্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।