ভোক্তা অধিকার সংরক্ষণে কাপ্তাইয়ে জন সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

 

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা কাপ্তাই(রাঙ্গামাটি): ভোক্তা অধিকার সংরক্ষণ – আইন ২০০৯ বিষয়ে ৫ ফ্রেরুয়ারী শুক্রবার বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা অডিটোরিয়ামে জন সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় জাতীয় ভোক্তাঅধিকার কার্যালয়ের সহযোগিতায়, কাপ্তাই উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (বানিজ্য মন্ত্রনালয়) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক চট্টগ্রাম ভোক্তা অধিকার অধিদপ্তরের আব্দুল্লা আল মামুন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, এসিল্যান্ড মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।

জন সচেতনতা মুলক সভায় জনপ্রতিনিধি কর্মকর্তা কাপ্তাই উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য হেডম্যান ব্যাবসায়ীক নেতৃবৃন্দ এবং স্হানীয় সুধী বৃন্দের সমন্বয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আলোচনা সভা প্রানবন্ত হয়ে উঠে। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে কাপ্তাই উপজেলা ত্যাগ করেন।