দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি মেয়র প্রাথী ডাঃ শাহাদাত হোসেন এর সমর্থনে গণসংযোগ করেন।
আমার বাংলা টিভি ডেস্কঃ আজ দেওয়ান বাজার ওয়ার্ড অফিনার গলদী ও ঘাটফরহাদবেট এলাকায় বিএনপির মেয়র প্রাথী ডাঃ শাহাদাত হোসেন এর সমর্থনে গণসংযোগ করেন। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জামাল, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা জুবরাজ, বাহাদুর, ছাএদল নেতা জুয়েল ও আরসি আজিম আরিফ উপস্থিত ছিলেন।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বলেন, উন্নয়নের নামে সরকারের নেতাকর্মীরা শুধু পকেট ভারি করেছে। নগরবাসীর কল্যাণে কোনো কাজ করা হয়নি। শিক্ষা, চিকিৎসাসেবা থেকেও মানুষ বঞ্চিত। খাদ্য দ্রব্যের দাম অনেক বেশি। এতে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা বেশি সমস্যায় পড়েছেন।
তিনি আরো বলেন, দেওয়ান বাজার সহ চট্টগ্রামের প্রধান সমস্যা মাদক ও সন্ত্রাস। এই সরকারের আমলে এখানে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় সন্ত্রাসও ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও চরম পর্যায়ে ঠেকেছে। ডা. শাহাদাত হোসেন মেয়র হলে এগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে।