আমার বাংলা টিভি ডেস্ক/ মনিরুজ্জামান মুন্না, নওগাঁঃ নওগাঁয় নাট্যকার ড. সেলিম আল দীনের ১৩ তম প্রয়ান দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ ই জানুয়ারি ২০২১) সন্ধ্যা ৬ টায় থিয়েটার কার্যালয়ে ” নওগাঁ থিয়েটার নওগাঁর ” আয়োজনে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও নাটক থেকে পাঠ অনুষ্ঠিত হয়।
নওগাঁ থিয়েটার নওগাঁর আহ্বায়ক অধ্যক্ষ, সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, এ্যাড. ফজলে মাহমুদ চাঁদ, সফিকুর ইসলাম সফিক, দুলাল হোসেন, জান্নাতুন ফেরদৌস মুন্নি প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে সেলিম আল দীনের প্রতিকৃতিতে পুষ্পকমাল্য অর্পন, তার রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও তার লিখিত জীবনী পাঠ করেন এ্যাড. ফজলে মাহমুদ চাঁদ, নাটক থেকে সংলাপ পাঠ করেন আসিফ মাহমুদ। উক্ত আলোচনা সভায় সস্বালনায় ছিলেন যুন্ম আহবায়ক মোঃ খাদেমুল ইসলাম।
Post Views: 86