কাপ্তাই বিদ্যুৎ শ্রমিকলীগ সিবিএ সভাপতি তাজুল ইসলাম আর নেই
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমঃ কাপ্তাই (রাঙ্গামাটি) জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সি,বি,এ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম মারা গেছেন,
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। বৃহস্পতিবার(১৪ জানুয়ারী) দুপুর ২টার দিকে পিডিবিতে থাকা বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কর্মনায়ক তাজুল ইসলাম বেশ কিছুদিন ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন
পারিবারিক সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার রাত পোনে ৯টার সময় কাপ্তাই পিডিবি স্কুল মাঠ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে । রাত সাড়ে ৯টায় হাদীটিলা পিডিপি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ে কর্মরত কর্মনায়ক ও শ্রমিকলীগ সিবিএ সভাপতি তাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই ব্যাবস্হাপক এটিএম আব্দুল জাহের, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, শ্রমিকলীগ সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, শ্রমিক লীগ নেতা মোশাররফ হোসেন, হাফিজুর রহমান এরশাদুর রহমান, খোকন, পিডিপি’র কর্মকর্তা- কর্মচারীসহ দলমত নির্বিশেষে বিভিন্ন নেতৃবৃন্দরা,
তার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।