বন্দরের খালি কনটেইনার রিম্যুভাল অপারেশন প্রকল্পের কাজ পাচ্ছে সাইফ পাওয়ার

লগু সাইফ পাওয়ারটেক লিমিটেড।

আমার বাংলা টিভি ডেস্ক : চট্টগ্রাম বন্দরের খালি কনটেইনার রিম্যুভাল অপারেশন প্রজেক্টের কাজ পেতে যাচ্ছে দেশের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দরপত্র মূল্যায়ন কমিটির প্রথম সভা শেষে জানা যায়, দুইটি প্রতিষ্ঠানের মধ্যে সাইফ পাওয়ারটেকের উদ্ধৃত দর ছিল ১১৫ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।

অপর প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড দর দিয়েছে ১৯৮ কোটি ১০ লাখ ২১ হাজার ২০০ টাকা। সাইফ পাওয়ারটেকের দর প্রতিযোগী প্রতিষ্ঠানের চেয়ে ৮২ কোটি ১৯ লাখ ৬ হাজার ২৪০ টাকা কম।

বন্দরের একজন কর্মকর্তা আমার বাংলা টিভিকে   জানান, দুই প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে বন্দর ভবনে আর্থিক দরপত্র খোলা হয়। এর মধ্যে সাইফ পাওয়ারটেক সর্বনিম্ন দরদাতা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী ৭ বছরের জন্য কাজটি পাচ্ছে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান।