কাপ্তাইয়ে বন হাতি -মানুষ দ্বন্দ নিরসন ও বন্য প্রাণী সংরক্ষণে জনসচেতনমূলক সভা

কাপ্তাইয়ে বন হাতি -মানুষ দ্বন্দ নিরসন ও বন্য প্রাণী সংরক্ষণে জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়।

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা কাপ্তাই(রাঙ্গামাটি) : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ০৪ নং কাপ্তাই ইউপি এলাকাধীন বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র হোস্টেল চত্তরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের এর আয়োজনে বন্যহাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন ও হাতি সহ বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার(০৭ ডিসেম্বর) ‘হাতি করলে সংরক্ষণ, রক্ষা হবে সবুজ বন” ও “বন্যপ্রাণী ও পরিবেশ বাঁচায়, প্রকৃতি বাঁচায় দেশ” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, অনুষ্ঠিত সভায় এর সঞ্চালনায় মোঃমাহাবুব রহমান (রেঞ্জ কর্মকর্তা, কাপ্তাই রেঞ্জ) প্রধান অতিথি মোঃ বখতিয়ার নূর সিদ্দিকী, (পরিচালক, বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মোঃআবুল কালাম (বিভাগীয় বন কর্মকর্তা, পাল্পউড বাগান বিভাগ, কাপ্তাই), জনাব মোঃ রফিকুজ্জামান শাহ্ (বিভাগীয় বন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, রাঙ্গামাটি), আরোও উপস্থিত ছিলেন,কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, মোঃ মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), কাপ্তাই উপজেলা পরিষদ, ও প্রকৌশলী জনাব মোঃ আব্দুল লতিফ চেয়ারম্যান, ০৪ নং কাপ্তাই ইউপি,।

এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (সহকারী বন সংরক্ষক,পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, কাপ্তাই)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবু থোয়াই অং মারমা (হেডম্যান, ভাইজ্যাতলী মৌজা ও সভাপতি, সিএমসি, কর্ণফুলী রেঞ্জ), জনাব কাজী মোঃ মাকসুদুর রহমান বাবুল (সভাপতি, সিএমসি, কাপ্তাই রেঞ্জ)।সেসময় প্রধান অতিথি বলেন,হাতির রাষ্ট্রীয় সম্পদ এদের রক্ষা আমাদের কিংবা আপনাদের সকলের দায়িত্বশীল নিয়ে কাজ করতে হবে।বনের জঙ্গলে ফল ফ্রুট খাবার না থাকার এবং বনসম্পদ উজার করার কারনে হাতি গ্রামে ভিতরে ডুকে পরছে রাস্তায় মানুষ চলাফেরা করা সময় সামনা সামনি পরলে মানুষকে আক্রমণ করে তখন।

আমরা সবাই একটু সচেতন হলে এই সমস্যা থেকে উভয় পক্ষে স্বাধীন ভাবে বাঁচতে পারবো। অনুষ্ঠান সভা এলাকার স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য, বনবিভাগের স্টেকহোল্ডার, বনপ্রহরী, সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।