আমার বাংলা টিভি ডেস্ক: হাজারী লেইন সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের আয়োজনে মহাপঞ্চমী উপলক্ষে দেবী দুর্গার মুখাবরণ উন্মোচন ও ছয় দিনব্যাপী শারদ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজারী বাড়ি মন্দির প্রাঙ্গণে মাতৃসঙ্গীত ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রামকৃষ্ণ মিশন সেবা শ্রমের সম্পাদক মহারাজ পরম পূজ্যপাদ্য স্বামী শক্তিনাথানন্দ।
আশীর্বাদ প্রদান করেন তুলসীধাম আশ্রমের মোহন্ত ও ঋষিধাম অধিপতি শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী (পুরী)। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী পঞ্চমাতা বিগ্রহবাড়ি ও সেবাশ্রমের শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী।
বক্তব্যে মহারাজরা বলেন, “দেবতার সম্মিলিত শক্তির প্রতিমূর্তিই হচ্ছেন দেবী দুর্গা। দুর্গাপূজা কেবল একটি উৎসব নয়, এটি আদ্যাশক্তির আরাধনা। মা দুর্গা সর্বশক্তি স্বরূপিণী, যিনি একই সাথে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ। তিনি যেমন অসুর শক্তিকে বিনাশ করেন, তেমনি মানুষের ভেতরের হিংসা ও স্বার্থপরতা দূর করে দেবভাব জাগ্রত করেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবু প্রসাদ দাশ এবং সঞ্চালনা করেন প্রধান সমন্বয়ক প্রশান্ত পান্ডে। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল কান্তি দে।
এছাড়াও বক্তব্য রাখেন লায়ন ড. শ্রীরাম আচার্য্য, স্বাগতম সিং, সুশান্ত পান্ডে, প্রিয়ম দে, রাজীব মল্লিক, কিশোর দে, তন্ময় পাল, শুভ নাথ, সোম সিং, অভিক দাশ, ওম সিংসহ আরও অনেকে।
এর মধ্য দিয়ে হাজারী লেইনে শুরু হলো ছয় দিনব্যাপী শারদ উৎসব, যা চলবে মহাষ্টমী পর্যন্ত নানা আচার-অনুষ্ঠান ও ধর্মীয় আয়োজনে। www.amarbangla.tv