আমার বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) রাঙ্গুনিয়াস্থ প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক তৌবিন মোহাম্মদ ইমরান, সিনিয়র সহ-সভাপতি শাহেদ হোসাইন বাবু, দপ্তর সম্পাদক ফাহিম চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম হৃদয় বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক। তাঁর আদর্শকে ধারণ করেই আমরা ছাত্রদলকে আরও শক্তিশালী করে তুলতে চাই। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ নিচ্ছি—গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সর্বদা সোচ্চার থাকব।”
এসময় সাধারণ সম্পাদক তৌবিন মোহাম্মদ ইমরান বলেন, “জিয়ার আদর্শই আমাদের প্রেরণার উৎস। শহীদ জিয়ার দেখানো পথ অনুসরণ করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের আত্মত্যাগ ও দেশ গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দল ও ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।