ইউসিটিসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অটাম ২০২৫ অনুষ্ঠিত

আমার বাংলা টিভি ডেস্ক : ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) অটাম ২০২৫ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করেছিল দিনব্যাপী বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম। শুক্রবার চট্টগ্রাম সিনিয়রস’ ক্লাব লিমিটেড হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য শুভানুধ্যায়ী অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ওসমান। ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, কন্ট্রোলার অফ এক্সামস ড. মো. নুরুল আবছার, রেজিস্ট্রার জনাব সালাউদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ) জনাব আব্দুল কাদের তালুকদার, ব্যবসায় প্রশাসন বিভাগের এডভাইজার অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, প্রফেসর মোঃ বজলুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার আবু জাবেদ, স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক জনাব এস.এম. শহিদুল আলম এবং মার্কেটিং ও অ্যাডমিশনের প্রধান জনাব অভিমান ঘোষ দস্তিদার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইসমাইল বিন আজিজ।

বক্তারা তাঁদের বক্তব্যে ইউসিটিসির শিক্ষা কার্যক্রম ও ভিশনের প্রশংসা করেন। তাঁরা বলেন, উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় ইউসিটিসি দ্রুতই এই অঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

দিনব্যাপী এই আয়োজন নবীন শিক্ষার্থীদের মিলনমেলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং দুপুরের মেজবান আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। ইউসিটিসির এ অনুষ্ঠান নতুন শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথে প্রেরণাদায়ক সূচনা হয়ে থাকবে বলে সবাই অভিমত ব্যক্ত করেন। www.amarbangla.tv