আমার বাংলা টিভি ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে আবুল মনছুর (৩৮) নামে এক কবিরাজের অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাঙ্গামাটিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনছুর ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাবি পাড়ার বাসিন্দা ও শফি আলমের বড় ছেলে। পেশায় তিনি একজন কবিরাজ ছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মনছুর মূলত নিজ বাড়িতে থাকলেও মাঝে মধ্যে আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে রোগী দেখতে যেতেন। গত সোমবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে কয়েকজন রোগী মোটরসাইকেলযোগে তার সঙ্গে দেখা করতে আসে। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
শুক্রবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে ঘরটির বাইরে থাকা তালা ভেঙে ভিতরে প্রবেশ করলে রান্নাঘর থেকে মনছুরের গলা কাটা মরদেহ উদ্ধার হয়, যা আংশিকভাবে পচে গিয়েছিল। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। www.amarbangla.tv