আমার বাংলা টিভি ডেস্ক: ২০ আগস্ট (বুধবার) বিকেলে চান্দগাঁও থানাধীণ ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে ইউনিট বিএনপির কমিটি গঠনের খবর পেয়ে বিক্ষোভ করেছে ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির তৃণমূল পর্যায়ের শত শত নেতাকর্মী। তৃণমূল নেতাকর্মীদের প্রতিরোধের মুখে কমিটি না করে বহদ্দারহাট এককিলোমিটার ভিআইপি কমিউনিটি সেন্টার থেকে পালিয়ে যায় কমিটি করতে আসা নেতারা।
এসময় কমিটি গঠনের প্রতিবাদে এক কিলোমিটার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি এক কিলোমিটার থেকে শুরু করে নতুন চান্দগাঁও থানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে বহদ্দারহাট মোড়ে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ শেকু।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিগত কয়েকমাস পূর্বে চট্টগ্রাম মহানগর বিএনপি ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করে। যে কমিটিতে বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। যারা দলের জন্য হামলা-মামলার শিকার হয়েছেন, কারাভোগ করেছেন, তাদের বাদ দিয়ে অসাংগঠনিক ও আওয়ামী লীগের লোক সংযুক্ত করে পকেট কমিটি দেয়া হয়েছে। ত্যাগী ও যোগ্য নেতৃত্বের পরিবর্তে নিষ্ক্রিয় এবং ০৫ আগস্টের পরে রাজনীতিতে আসা ব্যক্তিদের মূল্যায়ন করা হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতকে অগ্রাহ্য করে ব্যক্তি বিশেষের খেয়ালখুশি মতো ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আমরা অবিলম্বে এইসব ওয়ার্ড কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জোর দাবি জানাই। ঘোষিত এই কমিটি দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ করেছে।
তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা এইসব পকেট কমিটি প্রত্যাখ্যান করেছে। আমরা জানতে পেরেছি আওয়ামী দোসরদের দিয়ে আবারোও ওয়ার্ডের ইউনিট কমিটিগুলো গঠনের প্রক্রিয়া চলছে। আগামীতে যদি অসাংগঠনিক, ভূইফোড় ও আওয়ামী দোসরদের দিয়ে কোন কমিটি গঠনের চেষ্টা করা হয় তাহলে তৃণমূলের নেতাকর্মীরা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপিকে শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে পরীক্ষিত, যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে ওয়ার্ড কমিটিগুলো পুনর্গঠনের জন্য আমরা দলের হাইকমাণ্ডের প্রতি আহবান জানাচ্ছি।
সমাবেশে বক্তব্য দেন হাজী আইয়ুব, ম. হামিদ, মাহবুবূল আলম, নুরনবী, আব্দুল নবী, সিরাজুল ইসলাম, মো হোসেন মাসুম, মো. হারুন, ইসকান্দর হোসেন প্রমুখ।