রাঙ্গুনিয়ায় এসএসসি জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা দিলো মানবিক রাঙ্গুনিয়া

আমার বাংলা টিভি ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানবিক ও সামাজিক সংগঠন “মানবিক রাঙ্গুনিয়া” উদ্যোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে মানবিক রাঙ্গুনিয়ার উপদেষ্টা ইঞ্জিনিয়ার ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আবছার হোসেন তালুকদার। উদ্বোধক ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান সিকদার।

মানবিক রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিলক স্কুলের প্রধান শিক্ষক জাবেদ হোসেন তালুকদার, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আবুল হোসাইন চৌধুরী, বাবর আলম তালুকদার, সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং রাঙ্গুনিয়া উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রুপা আক্তার।

এছাড়া অনুষ্ঠানে মানবিক রাঙ্গুনিয়ার সাধারণ সম্পাদক জাকের হোসেন বাপ্পু, জমির হোসেন, ইব্রাহিম হোসেন, আরমান, সৈকত, ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ রাঙ্গুনিয়ার ১১টি বিদ্যালয়ের মোট ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। www.amarbangla.tv