আমার বাংলা টিভি ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫ দিনব্যাপী কেন্দ্রীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা তৌবিন মোহাম্মদ ইমরানের নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
এই কর্মসূচির আওতায় গাছের চারা রোপণ করা হয় চট্টগ্রাম শহরের ওয়াসার মোড়, আইল্যান, জমিউতুলা ফালা মসজিদের সামনে, কাজির দেউড়ী আইল্যান সহ বিভিন্ন সড়ক ও এলাকাজুড়ে। এছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইন শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ঔষধি গাছ রোপণ করা হয়।
পরিবেশ সুরক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ছাত্রদল নেতা সরওয়ার উদ্দিন, শাহারাত কবির তাশদীদ, সাঈদী হোছাইন, ওমর ফারুক, মোহাম্মদ আবিদ, আবু রায়হান সহ সাধারণ শিক্ষার্থীরাও।
ছাত্রদল নেতা তৌবিন মোহাম্মদ ইমরান বলেন, আমাদের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। আমরা চাই ছাত্রসমাজ শুধু রাজনীতিতে নয়, পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও অগ্রণী ভূমিকা পালন করুক।
ছাত্রদল নেতা তৌবিন মোহাম্মদ আরো বলেন, গাছ লাগানো মানেই জীবনের জন্য বিনিয়োগ। আজকের একটি চারাগাছ আগামীতে ছায়া, অক্সিজেন ও প্রাণ বাঁচানোর উৎস হবে। www.amarbangla.tv