হালিশহরে লাইফ স্টাইল এক্সপোতে ক্রেতা-বিক্রেতার মিলনমেলা

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের হালিশহরে লাইফ স্টাইল এক্সপো ২০২৫ নামক একটি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মত। পছন্দের প্রোডাক্ট কিনতে ক্রেতারা ভীড় করে মেলা প্রাঙ্গনে।

গত বৃহস্পতিবার ৩১শে জুলাই মেলা শুরু হয়ে টানা তিনদিন পর্যন্ত হরদম বেচাকেনা চলে। শেষ হয়েছে শনিবার ২ আগষ্টে। শেষদিনে কেক কেটে আনন্দঘন মুহুর্তে জমকালো আয়োজনের মধ্যে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নগরের হালিশরের বিডিআর মাঠ সংলগ্ন এই মেলা অনুষ্ঠিত হয়েছে হল সেভেন নামক এক কমিউনিটি সেন্টারে। দুইতলা বিশিষ্ট এই হলের ভীতরে পুরোটা সময়জুড়ে দর্শনার্থীদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ হতে দেখা যায়। ক্রেতাদের বলছেন অন্যান্য মেলার তুলনায় এখানে পন্যের দাম অনেকটা কম।
লাইফ স্টাইল মেলায় বেশিরভাগই ছিল নারী উদ্যোক্তা। তারা বলেন, অনলাইনের পাশাপাশি পণ্য বিক্রির এই প্লাটফর্ম দারুণ এক সম্ভাবনা। এখানে পণ্য বিক্রি ও ক্রেতাদের আস্থার পাশাপাশি নিজেদের ব্রান্ডকে প্রমোট করার সুযোগ রয়েছে।

লাইফ স্টাইল এক্সপো মূলত তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে। এখানে জামা কাপড়, লাইফ স্টাইল, অলংকার সামগ্রী ও খাবারের আইটেমগুলো ছিল। তিনদিনের এই মেলার প্রথম দিনেই স্টল বুকিং হয়ে যায়। এবারের মেলায় ছোট বড় মিলিয়ে ৫০ টিরও বেশী স্টিল ছিল। মেলায় অংশগ্রহন করে ক্রেতারাও খুশি ছিল বিক্রেতারাও খুশি।