চন্দনাইশ বিএনপিকে ঐক্যের ডাক পারভেজের, ইতিহাস গড়ার আহ্বান লায়ন হেলালকে

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও চন্দনাইশের ত্যাগী রাজনৈতিক কর্মী মো. পারভেজ চন্দনাইশ বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার জোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “দলীয় বিভক্তি আমাদের রাজনীতি কঠিন করে তুলছে। আজ সময় এসেছে নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে চন্দনাইশে বিএনপিকে আগের ঐক্যের জায়গায় ফিরিয়ে নেওয়ার।”

তিনি আরও বলেন, “আমি রাজপথে রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, স্বৈরাচার বিরোধী সংগ্রামে অংশ নিয়েছি। তাই কোনো অবস্থাতেই স্বৈরাচারকে আবার মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে স্বাধীনতার পরাশক্তিগুলো আমাদের বিভ্রান্ত করে আবার দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেবে।”

পারভেজ বলেন, “চন্দনাইশে এখন ১৪টি উপ-গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে হানাহানি চলছে। একজন সিনিয়র লিডার কিভাবে একজন কর্মীর বিরুদ্ধে কথা বলেন? আজ যারা কর্মী, তারাই একদিন নেতৃত্বে আসবে। তাই আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা ফিরিয়ে আনতে হবে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, আগের মত মিলেমিশে রাজনীতি করতে হবে।”

তিনি দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও আগামীর নেতৃত্বের আশাবাদ লায়ন হেলালকে উদ্দেশ্য করে বলেন, “আপনি যদি চন্দনাইশ বিএনপিকে ঐক্যবদ্ধ করতে পারেন, তবে আপনার নাম ইতিহাসে লেখা থাকবে। আপনিই পারবেন নতুন দিনের পথে দলকে এগিয়ে নিতে।”

তিনি অতীতের ঐক্যের কথা স্মরণ করে বলেন, “আমরা সবাই একসাথে বিএনপির দুর্গ গড়েছি। সেই সময় আমাদের নেতৃত্ব দিয়েছিলেন মঞ্জু আলম মঞ্জু ভাই, ইফতেখার হোসেন, আবুল কালাম আজাদ ভাই, মুজিব শা, রহিম ভাই, জসিম ভাই, মারুফ ভাই, ছোটন ভাই, মোর্শেদ ভাই, সুমন ভাই, সিরাজ ভাই, মিন্টু ভাই, সিরাজ সদাগর, আজম খান, টুটুল ভাই, হারুন ভাই, মন্নান ভাই, এবং আমাদের ছাত্রদলের ভাইয়েরা—রহমান, সাদ্দাম, এরশাদ, আলমগীর ভাই, বোরহান, রাজীব, ফুরকান, সালাউদ্দিন, শাহজাহান প্রমুখ।”

শেষে পারভেজ বলেন, “অনেকেই আজ দেশে নেই, কেউ রাজনীতি থেকে দূরে সরে গেছেন। কিন্তু আমি চাই—চলো আমরা আবার একটা গাছের ছায়ায় একসাথে রাজনীতি করি, সত্যিকারের সুন্দর রাজনীতি ফিরিয়ে আনি।” www.amarbangla.tv