আমার বাংলা টিভি ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কোনো বাঁধা দেখছে না বিএনপি। সরকার যে প্রক্রিয়ায় নির্বাচন নিয়ে এগোচ্ছে, তাতে নির্বাচন সম্ভব বলেই মনে করছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে সরকারের উচিত নির্বাচন প্রসঙ্গে তাদের অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরা—এমন মতও জানান তিনি।
শুক্রবার (১ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা (হাটহাজারী মাদ্রাসা) পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান।
জুমার নামাজের আগে তাঁরা হেফাজতের সাবেক আমীর ও দেশের প্রখ্যাত আলেম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন। এরপর মাদ্রাসার মিলনায়তনে শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদ, মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমীসহ হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। সেখানে স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান, জুলাই সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া দরকার, তার প্রায় সবই সম্পন্ন করেছে বিএনপি। তিনি বলেন, “৫১টি সুপারিশ বাদে বাকি সব কটিতে কমিশনের সঙ্গে আমাদের দ্বিমত নেই।”
অপরদিকে, নজরুল ইসলাম খান বলেন, “আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখছি না। বরং সরকার যদি আন্তরিক হয়, তবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ উন্মুক্ত হতে পারে।”
বিএনপির নেতারা আরও বলেন, দেশ স্বৈরাচার থেকে মুক্ত হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। ভবিষ্যতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে দেশ গঠন করা হবে বলে মন্তব্য করেন তাঁরা। www.amarbangla.tv