আমার বাংলা টিভি ডেস্ক : কৈয়ারবিল ইউনিয়ন বিএনপি সভাপতির ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা।
কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শফিউল আলম কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদল।
বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা জানান ছাত্রদল নেতারা। এসময় উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাকিবুল ইসলাম সেলিম, মোঃ আলিফ, মোঃ আবুল আসমাইন, বোরহান, মোঃ সাকিব, মোঃ রাকিবুল ইসলাম বাপ্পীসহ আরও অনেক নেতাকর্মী।
ছাত্রদল নেতারা বলেন, বিএনপির আদর্শে উজ্জীবিত জননেতা শফিউল আলমের নেতৃত্বে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং গণতান্ত্রিক ধারার বাস্তবায়নে তাঁর ভূমিকা হবে অনন্য।
শফিউল আলম ছাত্রদল নেতাদের শুভেচ্ছা গ্রহণ করে বলেন, আমি সব সময় তৃণমূলের কর্মীদের মূল্য দিই। এই ভালোবাসা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। www.amarbangla.tv