জাগ্রত যুব তরুণ সংঘ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে মিলনমেলা

আমার বাংলা টিভি ডেস্ক: অরাজনৈতিক, সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “জাগ্রত যুব তরুণ সংঘ”-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সেগুনবাগান ইসলামিয়া স্কুল অডিটোরিয়ামে। ২০২৫ সালের ২৫ জুলাই শুক্রবার আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে অতিথি, শুভানুধ্যায়ী ও সংগঠনের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মোহাম্মদ মাইন উদ্দীন ও আব্দুল্লাহ বিকি। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জয়নুল আবেদীন আবিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ তানভীর মল্লিক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা পরিচালক, ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ এ কিউ এম মোসলেহ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, মনির আহমেদ ফাউন্ডেশন ফয়সাল মুন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক, জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটি মোঃ সাদেক খাঁন, পরিচালক, “শপিং ব্যাগ ও উৎসব” মনজুর আহমেদ, ফাউন্ডার, জেনারেল ওয়েলফেয়ার ইয়ুথ ক্লাব আনিসুল ইসলাম, সভাপতি, দুর্মর বাংলাদেশ আলি আহমেদ ভূঁইয়া স্বপন, সভাপতি, ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবী সংগঠন মোঃ শামিমুল বাহার, সাধারণ সম্পাদক, খুলনা খালিশপুর থানা কাঠ শ্রমিক ইউনিয়ন কল্যাণ পরিষদ মোঃ ইয়াসিন আহম্মেদ, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন (খুলশী থানা, চট্টগ্রাম মহানগর) মোঃ তানভীর, সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল:

“এসো মোরা শপথ করি, মানব কল্যাণে দেশ গড়ি।”

প্রতিষ্ঠাতা সভাপতি জয়নুল আবেদীন আবিদ বলেন, আমি বিশ্বাস করি, সমাজের বিত্তবানরা যদি পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান, তাহলে আমাদের সমাজে আর কেউ অনাহারে বা বিনা চিকিৎসায় মারা যাবে না। ধনী-গরিব বৈষম্য কমবে, সমাজে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা একসাথে পারি আমাদের স্বপ্নের বাংলাদেশকে গড়ে তুলতে—যেখানে থাকবে সম্প্রীতি, সৌহার্দ্য, মমতা ও শান্তির সুবাস।

তিনি আরও বলেন, আজকের এই অনুষ্ঠানে যাঁরা উপস্থিত থেকে আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা যেন ভবিষ্যতে এই মানবিক সংগঠনকে জাতির কল্যাণে আরও এগিয়ে নিতে পারি—সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। www.amarbangla.tv