আমার বাংলা টিভি ডেস্ক : চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) আয়োজিত বার্ষিক সাধারণ সভা, মৌসুমী ফল উৎসব এবং ২০২৫-২০২৬ সালের নতুন কার্যকরী কমিটির ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে চট্টগ্রামের কোর্টহিল এলাকার একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) এর সভাপতি এডভোকেট এস এম সিরাজদৌল্লহ।
অনুষ্ঠানে এডভোকেট এস এম সিরাজদৌল্লাহ-কে পুনরায় সভাপতি এবং এডভোকেট আরিফুর জামান আরিফ-কে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাভিত্তিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সিনিয়র আইনজীবীরা জুনিয়র আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করে থাকেন, যার মূল লক্ষ্য হলো দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
এসময়বক্তারা আরো বলেন, আইনের চর্চা শুধু কোর্টরুমে সীমাবদ্ধ নয়, এটি আদর্শ, নৈতিকতা ও মানবিকতার জায়গা থেকে চর্চিত হওয়া উচিত। সিনিয়র-জুনিয়রদের সম্মিলিত প্রয়াসে সিডিএলএ আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখবে ন্যায়বিচার প্রতিষ্ঠায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুস সত্তার, চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) এর প্রধান উপদেষ্টা ও সাবেক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কপিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) এর উপদেষ্টা ও প্রধান নির্বাচনী কর্মকর্তা এডভোকেট এনামুল হক, চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) এর উপদেষ্টা আবদুর রশিদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) এর সাধারণ সম্পাদক এডভোকেট আরিফুর জামান আরিফ, চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) এর সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) এর সাবেক সাধারণ সম্পাদক চন্দন কান্তি পালিত, সিনিয়র এডভোকেট নাছির উদ্দিন, এডভোকেট কুতুব উদ্দিন, এডভোকেট রেশমা চৌধুরী রেখা, এডভোকেট শামীমা ইয়াজমিন শশী, এডভোকেট রায়হাতুল জান্নাত, এডভোকেট রোজিনা পারভিন রোজী সহ বর্তমান ও সাবেক সদস্য সহ আরও অনেকে।
সিনিয়র-জুনিয়র আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। মৌসুমী ফল উৎসবের আয়োজনে ছিল নানা জাতের দেশীয় ফলের সমাহার। www.amarbangla.tv
চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) এর কার্যকারী কমিটি ২০২৫-২০২৬ ইং
১। এড. এস.এম সিরাজদৌল্লাহ সভাপতি
২। এড. মোঃ আলী হোসেন সিনিয়র সহ-সভাপতি
৩। এড, চন্দন কান্তি পালিত সহ-সভাপতি
৪। এড. মোঃ বেলাল হোসেন সহ-সভাপতি
৫।এড. আরিফুর জামান আরিফ সাধারণ সম্পাদক
৬।এড. সমীর কুমার আচার্য্য যুগ্ম-সাধারণ সম্পাদক
৭।এড. রেশমা চৌধুরী রেখা সহ- সাধারণ সম্পাদক
৮।এড. মোহাম্মদ কুতুব উদ্দিন সহ- সাধারণ সম্পাদক
৯। এড. সৈয়দ নওয়াজ আহমেদ নাদিম সহ-সাধারণ সম্পাদক
১০। এড. মোঃ মোমেনুল হক সাংগঠনিক সম্পাদক
১১। এড. শাহাজাদী মুক্তা সহ-সাংগঠনিক সম্পাদক
১২। এড. শামীমা ইয়াছমিন শশী অর্থ সম্পাদক
১৩। এড. শামীমা সুলতানা শাম্মী সহ-অর্থ সম্পাদক
১৪। এড. রফিকুল আলম প্রচার ও প্রকাশনা সম্পাদক
১৫। এড. শিহাব উদ্দিন সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক
১৬। এড. রায়হাতুল জান্নাত তথ্য ও প্রযুক্তি সম্পাদক
১৭। এড, জাহেদুল ইসলাম নয়ন সহ-তথ্য ও সম্পাদক প্রযুক্তি
১৮। এড. মোঃ জসিম উদ্দিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
১৯। এড, রোজিনা পারভিন রোজি সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক
২০। এড. নার্গিস ফেরদৌস দপ্তর বিষয়ক সম্পাদক
২১। এড, অশীক দত্ত সহ দপ্তর সম্পাদক
২২। এড. স্বদেশ শর্মা আপ্যায়ন সম্পাদক
২৩। এড. নাজিম উদ্দিন সহ-আপ্যায়ন সম্পাদক
২৪। এড, ফারহানা লিজা কার্য নির্বাহী সদস্য
২৫। এড. মুহাম্মদ মোস্তফা কার্য নির্বাহী সদস্য
২৬। এড. মোহাম্মদ মেহেদী হাসান রাশেদ কার্য নির্বাহী সদস্য
২৭। এড, মেহেদী হাসান ফয়সাল কার্য নির্বাহী সদস্য
২৮। এড. ফারজানা আক্তার রিনা কার্য নির্বাহী সদস্য
২৯। এড. শিরিন আক্তার রিমি কার্য নির্বাহী সদস্য
৩০। এড. বিক্রম আচার্য্য কার্য নির্বাহী সদস্য
৩১। এড. মোঃ সেলিম কার্য নির্বাহী সদস্য
৩২। এড. সরওয়ার উদ্দিন কার্য নির্বাহী সদস্য
৩৩।এড, তাহেরা বেগম কার্য নির্বাহী সদস্য www.amarbangla.tv