বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও দিবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

আমার বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস এসোসিয়েশন (বিবা) চট্টগ্রাম বিভাগ-এর উদ্যোগে একটি বিশেষ সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে।

ঢাকার মাইলস্টোন কলেজের সাম্প্রতিক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের মেম্বার সেক্রেটারি জনাব জাহেদুল ইসলাম কচি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয় কমিটির সভাপতি ও আইডিইবি’র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জয়নুল আবেদীন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনাব রেজাউল করিম চৌধুরী রুবেল, মুহাম্মদ সাইফুল্লাহ, দিল মোহাম্মদ, নুরুল হুদা, খোরশেদ আলম সোহেল, জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম, প্রফেসর আব্দুল বাতেন, নিজাম উদ্দিন চৌধুরী, লিটন, ইয়াকুব আলী ও আবুল কাশেম।

বক্তারা বলেন, জাতীয় সংকট বা বিপদে দেশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও পেশাজীবীরা সবসময় মানুষের পাশে থেকেছে এবং থাকবে। তারা বিবার কার্যক্রমকে আরও বেগবান ও মানবিক করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। www.amarbangla.tv