আমার বাংলা টিভি ডেস্ক: নির্বাচন ঠেকানোর যতই চেষ্টা করা হোক না কেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের যে সম্ভাবনা দেখা দিয়েছে, গণতন্ত্রকে উত্তরণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন। সে নির্বাচন বিলম্বিত করার অর্থ হচ্ছে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। নির্বাচন বিলম্বিত হওয়া মানে ষড়যন্ত্রকারীদের সুযোগ দেওয়া। আমরা বলেছি, যৌক্তিক সময়ে নির্বাচন দিন, বেশি প্রলম্বিত করবেন না। লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে দেশের মানুষ স্বস্তি পেয়েছে। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। গণঅভ্যুত্থানের পর থেকে একটি মহল সারা দেশে অনবরতভাবে মিথ্যাচার করছে। উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা শত চেষ্টা করেও এই নির্বাচন ঠেকাতে পারবে না।
তিনি সোমবার (২১ জুলাই) দুপুরে বান্দরবান সদরস্থ ডি’মোর হোটেলের কনফারেন্স হলে বান্দরবান পার্বত্য জেলা বিএনপির পরিচিতি ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাংগঠনিক সভা শেষে তিনি বিএনপির সদস্য ফরম নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন।
বর্তমানে সামাজিক অপরাধের বিভিন্ন মাত্রার প্রকাশ দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ এর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অবৈধ কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে মব কালচারের নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূরপ্রসারী পরিকল্পনা। শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেওয়া হচ্ছে।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান রেখে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখুন। বাংলাদেশে গণতন্ত্রকামী জনগণ আপনাদের পাশে থাকবে। গণতন্ত্র বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে যদি আপনাদের ভূমিকা আরও স্বচ্ছ ও স্বাধীন হয়।
বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে ও সদস্য সচিব জাবেদ রেজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মা ম্যা চিং, সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, জেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি প্রমুখ। www.amarbangla.tv