শ্যামলী আইডিলের শিক্ষার্থী সাব্বির হত্যায় গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুমকি

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরীর শ্যামলী আইডিল পলিটেকনিক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ওয়াহিদুল হক সাব্বির হত্যাকাণ্ডের প্রধান আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বজন ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে নিহত সাব্বিরের বাবা ইসহাক, বড় বোন আঁখি বেগম, ভগ্নিপতি তাইজুল ইসলাম, খালাতো ভাই ইকরাম, বন্ধু নাহিয়ানসহ হালিশহর থানা ছাত্র প্রতিনিধি আজিজুল হাকিম দিগন্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, গত ১৬ মে নগরীর নয়াবাজার বিশ্বরোড পিসি পার্কের সামনে সাব্বিরকে কিশোর গ্যাং ‘পাইথন’ এর সদস্য আতাউল, বিজয় ও রাফসান পূর্বপরিকল্পিতভাবে এলোপাতাড়ি ছুরি দ্বারা আঘাত করে। এতে সাব্বিরের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। আহত অবস্থায় সাব্বির নিজে রাস্তা পার হয়ে গিয়েও আবার কিশোর গ্যাং সদস্যদের হাতে মারধরের শিকার হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২১ মে মারা যান তিনি।

বক্তারা আরও বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা কয়েকজন আসামিকে পুলিশে দিলেও তারা জামিনে মুক্ত হয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরছে। এছাড়া, ১৬৪ ধারায় জবানবন্দিতে ১৬ জনের নাম প্রকাশ হলেও পুলিশ তাদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।

স্বজন ও এলাকাবাসী আগামী এক সপ্তাহের মধ্যে প্রধান তিন আসামি আতাউল, বিজয় ও রাফসানকে গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় বিশ্বরোড অবরোধ, হালিশহর থানা ঘেরাও এবং পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন তারা। www.amarbangla.tv