আমার বাংলা টিভি ডেস্ক : ব্যবসায়ীদের মাঝে সৌহার্দ্য ও খেলাধুলার মনোভাব সৃষ্টির লক্ষ্যে টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে “টেরিবাজার ব্যবসায়ী সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর শুভ উদ্বোধন ও প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টায় চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজ মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল মনসুর। টুর্নামেন্টের আহ্বায়ক নাসির উদ্দিন জানান, এবারের প্রতিযোগিতায় মোট ২০টি দল অংশ নিয়েছে এবং প্রতিদিন দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির, টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা চেয়ারম্যান বেলায়েত হোসেন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোছাইন, সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ আলমগীর, ফরিদুল ইসলাম, গোলাম নবী, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, বাহাদুরসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীগণ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “ব্যবসায়ীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা ও মননশীলতা বাড়ে।”
উদ্বোধনী দিনের খেলাগুলোতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল বলে জানিয়েছেন আয়োজকরা। www.amarbangla.tv