শ্রমিক নেতা নজরুল ইসলাম মিয়াজির শারীরিক অবস্থার খোঁজ নিলেন ইসরাফিল খসরু

আমার বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-১৮৮৬) উত্তর ও দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি এবং ডাবলমুরিং থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মিয়াজি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসা সেবা নিচ্ছেন।

তার অসুস্থতার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে দেখতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বড় ছেলে বিএনপির আন্তর্জাতিক উপকমিটি সম্মানিত সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।তিনি মনসুরাবাদস্থ নজরুল ইসলাম মিয়াজির বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।

ইসরাফিল খসরু বলেন, নজরুল ইসলাম মিয়াজি একজন প্রবীণ শ্রমিক নেতা। তার অবদান আমাদের শ্রমিক আন্দোলনে স্মরণীয়। তার অসুস্থতার কথা শুনে দেখতে এসেছি। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে যা কিছু প্রয়োজন, সেটার দায়িত্ব নেব। দলের পক্ষ থেকেও তার পাশে থাকব।

এ সময় উপস্থিত ছিলেন, ডাবলমুরিং থানা বিএনপির সভাপতি প্রার্থী এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবদুল হালিম, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, বিএনপি নেতা সারওয়ার, মহানগর শ্রমিক দলের গিয়াস উদ্দিন বাবলু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো: সাইফুল আলম, সদরঘাট থানা শ্রমিক দলের সভাপতি সেলিম, ডাবলমুরিং থানার সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক তপন, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ ৪১টি ওয়ার্ড এবং ১৫টি থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সবাই নজরুল ইসলাম মিয়াজির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। www.amarbangla.tv