সাধারণ মানুষের পাশে থাকায় বিএনপির লক্ষ্য ইকবাল হোসেন

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন বলেছেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের পাশে মাহে রমজান উপলক্ষে মেহনতী মানুষের কাছে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিপদে-আপদে আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। এটাই বিএনপি-যুবদলের রাজনীতি।

তিনি আরো বলেন, দলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কোনো অনুপ্রবেশকারীকে স্থান দেয়া যাবে না- এটা সকল নেতাকর্মীকে খেয়াল রাখতে হবে। আমাদের সাধারণ মানুষের মন জয় করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। কোনো অন্যায় করা যাবে না। আওয়ামী লীগের সাথে কোনো আপস করা যাবে না। আমরা মানুষের জন্য কাজ করছি। সুতরাং অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। কারো সাথে জোর-জবরদস্তি করে রাজনীতি করা যাবে না। বিএনপি লক্ষ হচ্ছে এই সাধারণ মানুষের পাশে থাকা। দু:স্থ কর্মহীন মানুষের কথা চিন্তা করে হাজার মাইল দুর থেকে এ দেশের মানুষের কথা ভাবেন তারেক রহমান। বিএনপি জন্মলগ্ন থেকেই গণমানুষের ইতিবাচক কর্মকান্ডে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি আজ ২৪ মার্চ (সোমবার) বিকালে পতেঙ্গা থানা যুবদল কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল, পতেঙ্গা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হাকিম, পতেঙ্গা থানা বিএনপির প্রচার সম্পাদক গিয়াসউদ্দিন, পতেঙ্গা হালিশহর শ্রমিক দলের সহ সভাপতি মোঃ ইলিয়াছ, চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য মোঃ ইয়াছিন, মাষ্টার ফজলু, মোঃ আক্কাস, জুয়েল, শফিক, সুজন, আবদুল মোনাফ,শাকিল, রিয়াদ প্রমুখ। www.amarbangla.tv শেয়ার