আমার বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (চট্টগ্রাম বিভাগীয়) ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
আজ ১৪ মার্চ শুক্রবার বায়েজিদ বোস্তামী থানা যুবদল, ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড যুবদল ও ২নং জালালাবাদ ওয়ার্ড এর শ্যামল ছায়া ইউনিট যুবদলের উদ্যোগে তিনটি পৃথক পৃথক স্থানে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় মুহাম্মদ শাহেদ বলেন, পবিত্র রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মাস। পবিত্র রমজান মাসে রোজাদারদের ইফতারের ব্যবস্থা করা একটি ফজিলত পূর্ণ আমল। চলমান পরিস্থিতিতে দেশের বেশির ভাগ মানুষ বিপাকে আছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা পরিবারের ব্যয়ভার নিয়ে ভীষণ চিন্তায় আছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে বহুমানুষের ইফতার ও সেহেরী জোগাতে কষ্ট হচ্ছে। তিনি এসময় সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানান। এতে তাদের দোয়া ও রোজার সমপরিমান সওয়াব পাওয়া যাবে।
উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদল এর সাবেক আহ্বায়ক অরুপ বড়ুয়া, পাঁচলাইশ থানা যুবদল এর সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দীন রাসেল, এরশাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দীন মুকুল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কামাল উদ্দীন, সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, বায়েজিদ থানা যুবদল এর সাবেক যুগ্ম আহবায়ক ওবায়দুল, থানা সদস্য সাহাবুদ্দীন, ২ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মঈন সিদ্দিকী নিক্কী, মোহাম্মদ সবুজ, ৪৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, থানা যুবদল এর সাবেক সদস্য পারভেজ, ওয়ার্ড যুবদল নেতা সাজু, জাহেদ, রাব্বানী, শহীদ, ওমর সহ যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বায়েজিদ থানা বিএনপি নেতা মোহাম্মদ রফিক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শফিউল বাশার শামু, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, ছাত্রদল নেতা শিমুল, নাবিদ, মেহেদী সহ প্রমূখ।