নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচন দিন আবুল হাশেম বক্কর

আমার বাংলা টিভি ডেস্ক: বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচন আয়োজন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

তিনি বলেন, সরকারের কারোরই এমন কোনো কথা বলা বা কাজ করা উচিত না, যাতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। নতুন দলের প্রতি যদি সরকারের কোনো ধরনের সহায়তা, সমর্থন ও পৃষ্ঠপোষকতা থাকে তাহলে জনগণ মেনে নেবে না। জনগণের নির্বাচিত রাজনৈতিক সরকার না থাকলে এবং অন্তর্বর্তী সরকারের মতো সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে জনগণের সমস্যা নিরসন হয় না। তাই ধারণা নয়, বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ দেশি বিদেশি চক্রান্তকারীদের সুযোগ করে দেবে।

এসময় তিনি আর্ত মানবতার সেবায় সক্ষম সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমা‌নের নি‌র্দেশনায় নগরীর পাথরঘাটা ২ নং গলিতে পাথরঘাটা ওয়ার্ড় বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মা‌ঝে কম্বল বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বারবার জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিল। সবশেষে তারা ছাত্র জনতার জীবন কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। যাদের হাতে সাধারণ মানুষের রক্ত, তাদের বিচার আগে করতে হবে। তা না হলে শহিদের আত্মা শান্তি পাবে না।

চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সদস‌্য সাবেক কাউন্সিলর মো. ইসমাইল বা‌লির সভাপ‌তি‌ত্বে ও ওয়ার্ড যুবদল নেতা মো. সাইফু‌লের প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন বিএন‌পি নেতা মো. হাসান, হাজী আবু তা‌লেব, মো. ইউন‌ুছ, আবদুল হা‌মিদ, আশরাফুল্ ইসলাম মামুন, মো. সে‌লিম, কাজী বাহাউ‌দ্দিন, ফারুক মোল্লা, মো. হো‌সেন, অঙ্গ সংগঠ‌নের মাঈন উ‌দ্দিন খান রা‌জিব, জ‌সিম উ‌দ্দিন, মো. স‌নি, জাহা‌ঙ্গীর আলম, মো. ইফ‌তেখার, ইকবাল না‌দিম, মো. তুহীন, মো. রিয়াজ, মো. র‌নি, মো. কাজল, মাঈন উ‌দ্দিন ফারুক, মো. ফয়সাল, আবদুল মান্নান, মো. ইউনুছ, বদরুদদৌজা, আবদুল আহাদ, খাঁন শা‌কিল, প্রবিন দাশ প্রমূখ।