পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ কে চিটাগাং ইডেন ক্লাব এর সংবর্ধনা

 

আমার বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ আওয়ামীলীগের ১ম যুগ্ম সাধারন সম্পাদক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ,চট্টগ্রাম -০৭ রাঙ্গুনিয়া – (বোয়ালখালী আংশিক) আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এম, পি, কে পশ্চিম বাকলীয়া, ডি. সি. রোড মৌসুমি আবাসিক এলাকায় লাল গালচায় সংবর্ধিত করেন পশ্চিম বাকলীয়ার অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন চিটাগাং ইডেন ক্লাব।

এ সময় উপস্থিত ছিলেন চিটাগং ইডেন ক্লাবের স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ শাহজাহান হায়দার,ভাইস – চেয়ারম্যান, এস, এম, আহসানুল কবির চৌধুরী টিটু, স্থায়ী কমিটির সদস্য, যথাক্রমে – নজরুল ইসলাম মিঠু, মোঃ সরোয়ার আলম,টিপু সুলতান, মোঃ সিরাজুল ইসলাম, ক্লাবের কার্যকরী কমিটির সভাপতি মাসুদ পারভেজ খোকা, সহ – সভাপতি রিয়াজ চৌধুরী রাসেল, ক্লাবের নেতৃবৃন্দ যথাক্রমে শিপন, শাহরিয়ার পলেন,তসিফ উদ্দিন খান, আক্তার হোসেন, আদিল, জিমি, কমু, কাইফি, জোবায়ের, জুনায়েদ, আসিফ, মাঈন উদ্দিন, প্রমূখ।

এসময় ড. হাছান মাহমুদ বলেন, আমাদের বিদেশি বন্ধুদের আমাদের নির্বাচন নিয়ে আগ্রহ আছে, সেজন্য নির্বাচন কমিশনে গিয়েছেন। আমি আজকে কাগজে দেখলাম, নির্বাচন কমিশন যেই তথ্য উপাত্ত দিয়েছেন, এতে তারা সন্তুষ্ট হয়েছে। দেখুন, জনগণের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেশিরভাগ নিবন্ধিত দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন, যেদিন নির্বাচন হয়, সেদিন প্রচন্ড শীত ও কুয়াশা ছিল। সেই কারণে ভোটের পার্সেন্টেজ প্রায় ৪২ শতাংশ, যদি কুয়াশা এবং শীত না থাকতো তাহলে আরো বেশি ভোট কাস্ট হত।

তিনি বলেন, আপনারা জানেন এই নির্বাচনকে বাঁধাগ্রস্থ ও প্রতিহত করার জন্য বিএনপি যেভাবে আগুন সন্ত্রাস করেছে, পাঁচ তারিখ রাতেও যেভাবে অগ্নি সন্ত্রাস চালিয়েছে, এতে করে মানুষকে ভয় লাগানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু মানুষ ভয় পায়নি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গেছে।