আমার বাংলা টিভি ডেস্ক: সতেরো বছরে পা দিল চট্টগ্রামের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ’। এ উপলক্ষ্য বুধবার বিকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট টিআইসিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে ছিল পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে ছন্দানন্দের ছাত্রছাত্রীরা দিনব্যাপী একক গান, দ্বৈত গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্ধোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সদস্য এস এম গোলাম নেজামী এবং ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের এর পরিচালক সঙ্গীত শিল্পী নন্দদুলাল গোস্বামী।
ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা একক দলীয় দ্বৈত নৃত্যসহ একে একে বেশ কিছু গান পরিবেশন করেন। ‘ও পলাশ ও শিমুল কেন এই মন মোর রাঙালে’, ‘গাড়ি চলে না, গাড়ি চলে না’, ‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, বসন্ত কাল বলতে পারেনি’, ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’, ‘কালো জলে’, ‘বসন্ত বাতাস সই গো বসন্ত বাতাসে’, ‘নাম ঠিকানা জানা নাই’, ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা’সহ আরো বেশ কয়েকটি গান।www.amarbangla.tv
ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ অনুষ্ঠান সঞ্চালনা করেন পুষ্পিতা ও স্নেহার। অনুষ্ঠান সমাপনী হয় ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের এর পরিচালক সঙ্গীত শিল্পী নন্দদুলাল গোস্বামী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দলীয় সঙ্গীতে অংশ নেন শিল্পী মুগ্ধা, শ্রেষ্ঠা, স্বরন, নবরুপা, সায়নী, নির্ময়, মৃম্ময়, আহেনজিতা, জয়িতা, জিসান, সৌরিত্র গোস্বামী, অনিক, মুমু, নিধি, কৌশিক, পিয়াস, দিশা, সেজুতী, স্নিগ্ধা, ওসমী, পুজা, রাইসা, মালিহা, নবনীতা, অর্পিতা, জয়ত্রী, রিতি, উপমা, সুস্মিতা, ভূমিকা, রিংকি, পিয়ন্তী, ঐশ্যর্ষী, জ্যেতিষা, ইরা, ঐশী, পার্থ, পুস্পিতা, লাবনী, পুজা, নিশি, দেবশ্রী, অন্যান্য, মৌহিতা, পুষ্পিতা, মৃত্তিকা, লিগ্ধা, সিমলা, নকশী, দেবনীতা। www.amarbangla.tv