আমার বাংলা টিভি ডেস্কঃ বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক হাটহাজারী উপজেলা সংসদের ১ দশক পূর্তি আয়োজনে চসিক ১নং ওয়ার্ড উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট হাটহাজারী চট্টগ্রাম শত বছরের পুরনো শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির (ধর্মঘর) মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দিনব্যাপী আয়োজনে সকল পর্বে আপনারদের সবান্ধব অংশগ্রহণ ও উপস্হিতি কামনা করছি।
বৈষ্ণবপ্রবর হরিপদ গোস্বামী স্মৃতি দ্বিতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধক শ্রী শম্ভু দাশ এ জি এম জনতা ব্যাংক লিমিটেড, বাগিশিক কেন্দ্রীয় সংসদ, প্রধান অতিথি অধ্যাপক ডা: সুযত পাল সাবেক বিভাগীয় প্রধান চমেকসহ সনাতনী সমাজের আলোচিত অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রী গঙ্গাপদ গোস্বামী সভাপতি বাগিশিক,বাংলাদেশ হাটহাজারী গীতা শিক্ষা কমিটি হাটহাজারী উপজেলা সংসদ।শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ হাটহাজারী গীতা শিক্ষা কমিটি হাটহাজারী উপজেলা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক নারায়ন গোস্বামী। বাগিশিক হাটহাজারী উপজেলা সংসদের ১ দশক পূর্তি উদযাপন উপপরিষদ বাগিশিকের সভাপতি শ্রী গঙ্গাপদ গোস্বামী, সাধারণ সম্পাদক চন্দন নাথ শ্রী সুজন বণিক,সদস্যসচিব শ্রী শ্যামসুন্দর বৈষ্ণব।
বাগিশিক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিভাগে ‘ক’ ‘খ’ ‘গ’ ক্যাটাগরিতে খুদে একশজন শিশু কিশোর অংশগ্রহণ করে। সন্ধ্যায় আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়দের পুরস্কার তুলে দেওয়া হয়।