আমার বাংলা টিভি ডেস্কঃ উচ্ছ্বাসিত মাতৃ বন্দনার প্রেরণায় “ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ” ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে ৭ম বারের মত তাদের মানবিক আয়োজন “মিশন- শারদ হাসি-২০২২” কার্যক্রমটি সম্পন্ন করল অদ্য ২৩ শে সেপ্তেম্বর, রোজ শুক্রবার।
বিগত বছরগুলোতে “শারদ উৎসবে” সংগঠটি অনাথ আশ্রমের শিশু গুলোকে পুজোর নতুন জামা কাপড় উপহার দিলেও, এবার চা শ্রমিকদের আর্থিক দুরবস্থা এর কথা চিন্তা করে সংগঠনটির এবারের “শারদ হাসি”কার্যক্রমটি চা পল্লীর সুবিধা বঞ্চিত শিশু-কিলোরদের মাঝে পরিচালিত করেছিল। তাদের এবার “শারদ হাসি” কার্যক্রমের ১ম ধাপ পরিচালিত হয় বাঁশখালীর চাঁনপুর বেলগাঁও চা বাগান এলাকার নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে।
চা শ্রমিকদের মানবেতর জীবন এবং তাদের স্বল্পআয়ের কারণে পুজোতে শিশুদেরকে নতুন জামা কিনে দেওয়া তাদের জন্য একবারে বিলাসিতা। চা সংগ্রহের কাজ করে যতটুকু আয় হয় তা দিয়ে দৈনিক নুন আনতে পান্তা ফুরায়। তাদের এমন দুরবস্থার কথা চিন্তা করে দূর্গা পূজোয় নতুন পোশাক উপহার দেওয়ার মাধ্যমে তাদের মুখে এক চিলতে হাসি ফুটিয়েছেন ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ ।
সংগঠনে কোষাধ্যক্ষ ইমন শর্মার সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি শাশ্বত গুহের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমত স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ, অধ্যক্ষ শ্রী শ্রী অদ্বৈতানন্দ যোগাশ্রম, প্রধান অতিথিঃ রুবেল সাহা, বিশেষ অতিথিঃ শ্যাম দাশ ধর, বিশেষ অতিথিঃ প্রনব কান্তি দাশ, বিশেষ অতিথিঃ উত্তম দে, বিশেষ অতিথিঃ দেবাশীষ চক্রবর্তী সহ সংগঠনের কো অপারেটর বৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে, সংগঠনের কর্মসূচি উপস্থাপন করেন সংঘটনের সাধারণ সম্পাদক অনিক রায়।উদ্বোধনী বক্তব্য শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ বলেন, “বাঁশখালীর চানপুর বেলগাঁও অনাথ আশ্রম ও চা পল্লীতে এই প্রথম কোন সংগঠন পূজোতে চা পল্লী শিশুদের নতুন জামা কাপড় উপহার দিয়েছেন। একই সাথে তিনি সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন
প্রধান অতিথির বক্তব্যে রুবেল সাহা বলেন,”মানবতার কল্যাণে ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ সব সময় প্রান্তিক, অসহায়,দুঃস্থ মানুষদের পাশে ছিল আছে এবং থাকবে। শারদ উৎসব, শীতের উষ্ণতা, শিক্ষা উৎসব সহ ভবিষ্যতে এধরনের সিগনেচার ইভেন্টগুলি আরো বৃহৎ পরিসরে করার এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি।
পরিশেষে সংগঠনের সভাপতি শাশ্বত গুহ সংগঠনের সকল কো-অপারেটরকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন। সর্বোপরি এক মহতী উদ্যোগে সামিল হয়ে চা পল্লির বাসিন্দাদের সাথে এক আনন্দঘন পরিবেশের মাধ্যমে উক্ত সংগঠন তাদের মিশন শারদ উৎসব ২০২২ কার্যক্রম টি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।
উল্লেখ্য, এছাড়া ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২২ ফটিকছড়ি ভূজপুর চা বাগান এলাকায় এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ মদন গোপাল অনাথ আশ্রম, পশ্চিম শাকপুরা, বোয়ালখালীতে “শারদ হাসি” ২০২২ এর পুজোর উপহার বিতরন করবে। www.amarbangla.tv