আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা রাঙ্গামাটিঃ রাঙামাটি আসাবস্তি কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় নির্মানাধীন সেতু স্পেন ধসে এক শ্রমিক নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক সুনামগঞ্জে’র জালাল উদ্দিন ছেলে
নাম মোঃ রফিক।
আহত ১৬ জন শ্রমিকের নাম মোঃ আনোয়ার হোসেন, মোঃ খলিল, মোঃ মতি মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ শাহ আলম, মোঃ সুজন, মোঃ কাউসার, মোঃ নিজাম উদ্দিন, মোঃ মনসুর হক, মোঃ শাহাবুল, মোঃ হ্রদয়, বকুল মিয়া, শাফায়াত উল্লাহ, রোকন মিয়া, মোঃ শহিদ মিয়া, মোঃ তারেক হোসেন।
আহতরা গনমাধ্যম’কে জানান, বৃহস্পতিবার সকালে বড়াদম এলাকায় এলজিইডির অর্থায়নে নির্মাধীন ব্রিজটিতে ঢালাইয়ের কাজ শুরু হয়। এতে ৫৫ থেকে ৬৫ জন শ্রমিক ঢালাইয়ের কাজে অংশগ্রহণ করে। সকাল সাড়ে ১০ টার দিকে আকস্মিকভাবে ব্রিজের নতুনভাবে ঢালাই দেওয়া সেতুর স্পেন ধসে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে ঢালাই নেতৃত্বে থাকা মাঝি রফিকের মৃত্যু হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা শওকত আকবর খান গনমাধ্যম’কে বলেন মোট ১৬ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এ থেকে রফিক নামে একজনের মৃত্যু হয়েছে। বাকী আরেকজনের অবস্থা বেশ আশংকাজনক। বাকীরা একটু তার চেয়ে ভাল। এদিকে খবর পেয়ে রাঙামাটি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় স্থানীয়রা নির্মাণকারী প্রতিষ্ঠানকে দোষারোপ করছেন। কারণ এত বড় সেতু ঢালাইয়ের সেল্টারিং কাজে ব্যবহার করা হচ্ছিল স্থান কাঠের খুটি। ফলে অল্প ঝাকুনিতে সেল্টারিং ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর পর নির্মাণকারী সংস্থা এলজিইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উলেখ্য, ব্রিজের নির্মান কাজটির মুল ঠিকাদার সংস্থা সেলিন এন্ড ব্রাদাস, অথচ এই কাজটি করে যাচ্ছে এম/এস এসএস ট্রেডার্স প্রোপাইটর মোঃ জসীম কন্ডেটর এর মাধ্যমে করা হচ্ছে বলে এলজিইডি বিভাগ রাঙামাটি তথ্যটি নিশ্চিত করেন। এতে রহস্যের জাল আরো গনিভুত হচ্ছে।ব্রিজটি বরাদ্দ সর্বমোট ৪ কোটি ৭৮ লক্ষ টাকা।