কেন্দ্রীয় যুবলীগ নেতা সুরঞ্জিত বড়ুয়া লাভুর ব্যক্তিগত উদ্যোগে মাস ব্যাপি ইফতার বিতরণ চলছে 

নগরীর জিইসি মোড়ে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছেন যুবলীগ নেতা সুরঞ্জিত বড়ুয়া লাভু ও মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী।

আমার বাংলা টিভি ডেস্কঃ মানবতার সেবায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল হাসান খান নিখিল এর নির্দেশনায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সাবেক ছাত্রনেতা সুরঞ্জিত বড়ুয়া লাভু এর ব্যক্তিগত উদ্যোগে রোজাদারদের মাঝে মাস ব্যাপি চলছে ইফতারি বিতরণ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাজেশ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়া, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ রেজাউল করিম রিটন, এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা আবদুল রকিব, সুজন বড়ুয়া, সৈকত বর্মন, মুমিনুল হক, আরমান সহ আরও অনেক নেত্ববৃন্দ।