আমার বাংলা টিভি ডেস্ক /মনিরুজ্জামান মুন্না, (নওগাঁ) প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য জনগণের কাঙ্খিত জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র নেতৃত্বে বাংলাদেশ পুলিশ পরিবারের সর্বোচ্চ অভিভাবক, আধুনিক পুলিশের রূপকার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করেছেন।
এ বিষয় টি জনগনের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্য পত্নীতলা থানায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ আগষ্ট) বেলা ১১টায় নওগাঁ জেলা পুলিশের আয়োজনে পত্নীতলা থানায় ওসি’র কার্যালয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএমএর সভাপতিত্বে প্রেস রিলিজ পাঠ করেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্।
এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, এস আই জিল্লুর রহমান প্রমূখ।
উক্ত সংবাদ সম্মেলনে পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পত্নীতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ সহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।